নিউজ ডেস্ক:মেহেরপুরের গাংনীতে অস্ত্র, গুলি, গান পাউডারসহ আব্দুর রহমান (৪২) নামের এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার ভোরে উপজেলার হিন্দা মাঠ পাড়া থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আব্দুর রহমান গাংনী উপজেলার রংমহল গ্রামের আব্দুস সামাদের ছেলে। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুর রহমান জানান, আব্দুর রহমান অস্ত্র, গুলি ও গান পাউডার নিয়ে হিন্দা মাঠ পাড়ায় অবস্থান করছেন, এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
এ সময় তাঁর কাছ থেকে একটি ওয়ান শুটারগান, দুই রাউন্ড গুলি ও ৪ শ গ্রাম গান পাউডার উদ্ধার করা হয়। আব্দুর রহমানের বিরুদ্ধে গাংনী থানাসহ বিভিন্ন থানায় বেশ কয়েকটি মামলা ও তাঁর বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকা-ের অভিযোগ রয়েছে। তাঁর বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরকদ্রব্য আইনে মামলা করে আদালতে সোপর্দ করা হবে বলে তিনি জানান।