গাংনীতে পানিতে ডুবে শিশুর করুণ মৃত্যু

0
9

 

নিউজ ডেস্ক:গাংনীতে পানিতে ডুবে মেঘরাজ (৪) নামের এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরের দিকে গাংনী উপজেলার বানিয়াপুকুর গ্রামে এ ঘটনা ঘটে। মেঘরাজ ওই গ্রামের প্রবাসী বাবলু মিয়ার ছেলে। স্থানীয়রা জানান, মেঘরাজ বাড়ির পাশের একটি পুকুরপাড়ে খেলা খেলছিল। অসাবধানতাবসত পানিতে ডুবে তার মৃত্যু হয়। নিহত শিশুর পরিবারের সদস্যরা জানান, শিশুটি নিখোঁজের পর দীর্ঘ সময় সন্ধান করে কোথাও না পেয়ে পুকুরপাড়ে খুঁজতে গেলে পুকুরে তার ভাসমান লাশ দেখে স্থানীয়দের সহায়তার উদ্ধার করা হয়।