গাংনীতে তিন কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

0
9

নিউজ ডেস্ক:তিন কেজি গাঁজাসহ দুই নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার বিকেলে গাংনী উপজেলার সীমান্তবর্তী কাজিপুর গোলাম বাজার থেকে তাঁদের আটক করে পীরতলা পুলিশ ফাঁড়ির একটি দল। আটক হওয়া ব্যক্তিরা হলেন কুষ্টিয়া জেলার দৌলতপুরের বুলবুলি বেগম (৪৫) ও ভেড়ামারা উপজেলার পারুলা বেগম (৪৮)। অভিযান পরিচালনা করেন পীরতলা পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) অজয় কুমার কু-ু ও সহকারী উপপরিদর্শক (এএসআই) আহম্মদ আলী। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুর রহমান বলেন, সীমান্ত এলাকা থেকে ওই দুই নারী গাঁজা নিয়ে গন্তব্যে যাওয়ার সময় পুলিশ তাঁদের আটক করে। তাঁদের নামে গাংনী থানায় একটি মামলা করা হয়েছে। আজ মঙ্গলবার তাঁদের আদালতে সোপর্দ করা হবে।