নিউজ ডেস্ক: মেহেরপুরের গাংনী উপজেলার ধানখোলা ইউপির আরপাড়া গ্রামের ওয়ার্ড কৃষকলীগের সভাপতি ইকবাল হোসেন সোহেল হয়রানী মূলক মিথ্যা মামলায় তিন মাস কারাবরণ করে জামিনে মুক্তি পেয়ে এলাকার শতাধিক নেতাকর্মিদের নিয়ে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এমএ খালেকের সাথে সাক্ষাত করেছেন। এসময় জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এমএ খালেক বলেন, বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা চাই এদেশের মানুষ শান্তিতে বসবাস করুক কিন্তু এক শ্রেনির মানুষ আওয়ামীলীগের নাম ভাঙ্গিয়ে দলীয় ও দেশের সাধারণ মানুষকে মিথ্যা মামলায় ফেলে হয়রানী করছে। তাদেরকে পরিহার করে দলীয় লোকজনকে আওয়ামীলীগের কর্মকান্ড চালানোর নির্দেশনা দেন তিনি। তিনি আরো বলেন, আওয়ামীলীগ ষরযন্ত করে না, তারা সব সময়ে সাধারণ মানুষের পাশে বিপদে-আপদে থাকে। আওয়ামীলীগ উন্নয়নে বিশ্বাস করে। আওয়ামীলীগ সরকারের দেশ এখন উন্নয়নের মহা সড়কে চলছে। আর এক শ্রেনির মানুষ দেশের এই চলমান উন্নয়নে বিভিন্ন ভাবে সাধারণ মানুষকে মিথ্যা মামলায় ফেলে ভাটা ফেলার চেষ্টা করছে। তাই এই মিথ্যা হয়রানী মূলক মামলা দেওয়া থেকে দুরে থাকার জন্য ষরযন্তকারীদের হুশিয়ার করেন। এসময় আরো উপস্থিত ছিলেন গাংনী পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনারুল ইসলাম বাবু, পৌর ১ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক নিজাম উদ্দীন, ৯নং ওয়ার্ড যুগ্ম সম্পাদক এনামুল হক, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দীন, আরপাড়া গ্রামের ওয়ার্ড কৃষকলীগের সাধারণ সম্পাদক আব্দল হালিম, সহসভাপতি ভোলা প্রমুখ।