দামুড়হুদার বিভিন্ন স্থানে পুলিশ-বিজিবির পৃথক মাদকবিরোধী অভিযান
নিউজ ডেস্ক:দামুড়হুদা মডেল থানার পুলিশ পৃথক অভিযান চালিয়ে গাঁজা, ফেনসিডিলসহ তিনজনকে আটক করেছে। আটক হওয়া ব্যক্তিরা হলেন উপজেলার বড় দুধপাতিলা গ্রামের মফিজুল ইসলামের ছেলে মুকুল (২৬), একই গ্রামের নাসির উদ্দিনের ছেলে বাপ্পি (২৪) ও মুন্সিপুর গ্রামের আবু তালেবের ছেলে খোকন (৩৫)। গত বৃহস্পতিবার তাঁদের আটক করে পুলিশ।
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানার উপপরিদর্শক (এসআই) তপন কুমার নন্দী উপজেলার বড়দুধপাতিলা গ্রামে মাদকবিরোধী অভিযান চালিয়ে একই গ্রামের মুকুল ও বাপ্পিকে আটক করেন। পরে তাঁদের দেহ তল্লাশি করে ২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। অপর দিকে, কার্পাসডাঙ্গা ফাঁড়ি পুলিশের ইনচার্জ (এসআই) সাইফুল ইসলাম উপজেলার মুন্সিপুর সীমান্তের কবরস্থান মোড়ে মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী খোকনকে আটক করেন। পরে তাঁর দেহ তল্লাশি করে ১০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ সময় খোকনের সঙ্গে থাকা আরিফ নামের একজন পালিয়ে যাওয়ায় তাঁকে পলাতক আসামি করে মাদক আইনে মামলা করা হয়েছে।
অন্যদিকে, দামুড়হুদার মুন্সিপুর সীমান্তে ১০ গ্রাম গাঁজা, একটি অ্যাপাসি মোটরসাইকেল, ৩টি মোবাইল ফোনসহ ৩ জনকে আটক করেছে বিজিবি। আটক হওয়া ব্যক্তিরা হলেন দামুড়হুদার উপজেলা সদরের দশমিপাড়ার আনোয়ার হোসেন বাবুর ছেলে শাওন (২০), নতুন হাউলি গ্রামের ইকরামুল হোসেনের ছেলে হানিফ মল্লিক (১৮) ও ফকিরপাড়া গ্রামের তুহিন আলির ছেলে মুন্না হোসেন (১৮)। গতকাল শুক্রবার বিকেলে দামুড়হুদা উপজেলার মুন্সিপুর গ্রামের তিন রাস্তার মোড় থেকে তাঁদের আটক করা হয়।
নায়েক সুবেদার মতিউর রহমান জানান, গতকাল বিকেলে মুন্সিপুর সীমান্তবর্তী এলাকা থেকে ১৫০ সিসি অ্যাপাসি মোটরসাইকেলযোগে ৩ জন কার্পাসডাঙ্গার দিকে আসার পথে মুন্সিপুর তিন রাস্তার মোড় নামক স্থানে পৌঁছালে বিজিবি তাঁদের গতিরোধ করে। পরে তাঁদের দেহ তল্লাশি করে ১০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। গতকাল শুক্রবার সন্ধ্যায় আটক হওয়া ব্যক্তিদের নামে মামলা দিয়ে তাঁদের দামুড়হুদা মডেল থানায় সোর্পদ করা হয়েছে।