গাঁজা-ফেনসিডিল-ইয়াবাসহ ১৩ জন গ্রেপ্তার

0
9

চুয়াডাঙ্গা জেলাজুড়ে পুলিশের মাদকবিরোধী পৃথক অভিযান
নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গা গোয়েন্দা পুলিশসহ জেলা পুলিশের বিভিন্ন ইউনিট পৃথক পৃথক অভিযান চালিয়ে ১৩ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। এ সময় গ্রেপ্তার হওয়া আসামিদের কাছ থেকে ১ কেজি ৩ শ ৩০ গ্রাম গাঁজা, ৪০ বোতল ফেনসিডিলসহ ১ শ পিস ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। পরে পুলিশ বাদী হয়ে গ্রেপ্তার হওয়া এসব আসামির বিরুদ্ধে মাদক আইনে মামলা করে সংশ্লিষ্ট থানা হেফাজতে সোপর্দ করে। গতকাল শুক্রবার দুপুর থেকে রাত পর্যন্ত জেলার বিভিন্ন প্রান্তে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শুক্রবার বেলা তিনটার দিকে জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) আবু বক্কর সিদ্দিক, সহকারী উপপরিদর্শক (এএসআই) রুহুল ফোর্স নিয়ে আলমডাঙ্গা উপজেলার বলেশ্বরপুর-নিমতলা সড়কে অভিযান চালান। অভিযানকালে তাঁরা এক কেজি গাঁজাসহ চুয়াডাঙ্গা সদর উপজেলার পিরোজখালী গ্রামের খন্দকার তোফাজ্জেলের ছেলে বাদল আলী (২৬) ও নিমতলা গ্রামের মুনসুরের ছেলে লিয়াকত আলীকে (২৮) গ্রেপ্তার করেন।
অপর দিকে, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) ইবনে খালিদ হোসেন, সহকারী উপপরিদর্শক (এএসআই) রোকন উদ্দিন ফোর্স নিয়ে বিকেল চারটার দিকে দামুড়হুদা উপজেলার চিৎলা গ্রামে অভিযান চালান। এ সময় তাঁরা একটি ইটভাটার সামনের রাস্তা থেকে একই এলাকার লুৎফুর সরদারের ছেলে শিমুল হোসেনকে (২৯) গ্রেপ্তার করেন। পরে তাঁর দেহ তল্লাশি করে উদ্ধার করা হয় ১ শ পিস ইয়াবা বড়ি। একই দিন বিকেল সাড়ে পাঁচটার দিকে জেলা গোয়েন্দা পুলিশের এসআই রাজীব আলী, এএসআই বিজন কুমার, এএসআই আরিফ হোসেন ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে জীবননগর উপজেলার গোয়ালপাড়ায় অভিযান চালান। এ অভিযানে ২০ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার করেন একই এলাকার ফকির চাঁদের ছেলে কামাল হোসেনকে (৪০)।
গতকাল সন্ধ্যা পৌনে ছয়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের এসআই তরিকুল ইসলাম, এএসআই রোকন উদ্দিন ফোর্স নিয়ে দামুড়হুদা উপজেলার পরাণপুর গ্রামে অভিযান চালান। এ সময় তাঁরা চুয়াডাঙ্গা পৌর এলাকার বড় মসজিদপাড়ার আব্দুর রহিমের ছেলে জাহাঙ্গীর হোসেন আলোকে (৪০) তিন বোতল ও আলমডাঙ্গা উপজেলার শ্রীরামপুর গ্রামের লুৎফুর রহমানের ছেলে রেজাউল রহমান স্বপনকে (৩৮) ছয় বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার করেন।
এদিকে, জেলা গোয়েন্দা পুলিশের এসআই ইবনে খালিদ হোসেন, এএসআই সানোয়ার হোসেন গতকাল সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা রামনগর কালিদাসপুরে অভিযান চালান। এ সময় কালী মন্দিরের পিছন থেকে ৫০ গ্রাম গাঁজাসহ মেমনগর গ্রামের মৃত সুধির বিশ্বাসের ছেলে শ্রী সুবাস বিশ্বাসকে (৩২) গ্রেপ্তার করেন তাঁরা। একই দিন রাতে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের এসআই রাজীব আলী ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ২৫০ গ্রাম গাঁজাসহ জীবননগর উপজেলার উথলী গ্রামের মৃত সুবাহানের ছেলে আবু তালেবকে (৫০) গ্রেপ্তার করেন। এ ছাড়াও চুয়াডাঙ্গা জেলা পুলিশের বিভিন্ন ইউনিট মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ ছাড়া দর্শনা তদন্ত কেন্দ্রের পুলিশ তিন বোতল ফেনসিডিলসহ আরও একজনকে গ্রেপ্তার করেছে বলে জানা গেছে।
অপর দিকে, জীবননগর থানা পুলিশের অভিযানে ৮ বোতল ফেনসিডিলসহ সাগর (২৬) নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার সাগর জীবননগর উপজেলার আজিবার মোল্লার ছেলে। অন্যদিকে, আলমডাঙ্গা থানার পুলিশ মাদকবিরোধী অভিযান পরিচালনা করেছে। সে সময় পুলিশ আলমডাঙ্গা উপজেলার ফরিদপুর দোহারপাড়ার রবজেলের ছেলে আলামিন ওরফে আলা (৩৮), গোবিন্দপুর ম-লপাড়ার মৃত ইজ্জত আলীর ছেলে ইসলামইল হোসেন (৪০) ও একই এলাকার হরিতলা পাড়ার মৃত অনিলের ছেলে নিশিত কুমারকে (২০) গ্রেপ্তার করে। এ সময় গ্রেপ্তার হওয়া আসামিদের কাছ থেকে ৩০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
পরে গ্রেপ্তাার হওয়া এসব আসামিদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক মামলাসহ সংশ্লিষ্ট থানা হেফাজতে তাঁদের সোপর্দ করা হয়। আজ শনিবার তাঁদের আদালতে সোপর্দ করা হতে পারে বলে জানায় থানার পুলিশ।