গাঁজাসহ দামুড়হুদা দশমীপাড়ার হাসান আটক

0
10

নিউজ ডেস্ক:দামুড়হুদা মডেল থানার পুলিশের মাদকবিরোধী অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ হাসান (২৩) নামের এক যুবককে আটক করা হয়েছে। আটক হাসান দামুড়হুদা দশমীপাড়ার আজিজুল হকের ছেলে। গতকাল শুক্রবার বেলা সাড়ে তিনটায় দশমীপাড়া থেকে তাঁকে আটক করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দামুড়হুদা মডেল থানার এসআই কামরুল হাসান ও এএসআই ইলিয়াস হোসাইন ফোর্স নিয়ে দামুড়হুদা দশমীপাড়ার আজিজুল হকের ছেলে হাসানকে আটক করে। এ সময় তাঁর দেহ তল্লাশি করে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।