নিউজ ডেস্ক:আলমডাঙ্গার নিমতলায় খেলার ছলে গলায় ফাঁস লেগে আবৃতি খাতুন (৯) নামের এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত নয়টার দিকে বাড়ির রান্না ঘরে এ ঘটনা ঘটে। নিহত শিশু আবৃতি আলমডাঙ্গা উপজেলার জেহালা ইউনিয়নের নিমতলা গ্রামের বটতলাপাড়ার আজিম উদ্দীনের মেয়ে ও মুন্সিগঞ্জ নতুন মাদ্রাসার তৃতীয় শ্রেণির ছাত্রী।
জানা যায়, গতকাল রাতে খাবার খাওয়ার পর মা শ্যামলি নামাজ পড়বে বলে বাবার জন্য খাবার গুছিয়ে রাখে রান্নাঘরের চৌকির ওপর খেলা করছিল শিশু আবৃতি। নামাজ শেষে শ্যামলি রান্না ঘরে গেলে তাঁর মেয়েকে আড়ার সঙ্গে ঝুলতে দেখে চিৎকার করলে স্থানীয় লোকজন ছুটে আবৃতিকে নিচে নামিয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতলে নেন। হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ওই শিশুকে মৃত ঘোষণা করেন।
শিশুটির সঙ্গে হাসপাতালে আসা স্থানীয় কয়েকজন জানান, খেলার ছলে দুর্ঘটনাবসত এ ঘটনা ঘটেছে। রান্নাঘরে বাবার খাবার গুছিয়ে আবৃতি খেলা করছিল। খেলার ছলে সে চৌকির ওপর দাঁড়িয়ে গামছা দিয়ে গলায় ফাঁস দেয়। দুর্ঘটনাবসত সেখানে ফাঁসটি গলায় আটকে তার মৃত্যু হয়েছে।
এ বিষয়ে হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সাজিদ হোসেন বলেন, ‘পরিবারের সদস্যরা শিশুটিকে হাসপাতালে নেওয়ার পূর্বেই তার মৃত্যু হয়েছে। আমরা শিশুটিকে মৃত অবস্থায় পেয়েছি। পরিবারের সদস্যদের ভাষ্যমতে, শিশুটি খেলার ছলে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে জানতে পেরেছি।’
এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ খকরুল আলম খান বলেন, শিশুটি খেলার ছলে গলায় দিয়ে ফাঁস দেয়। তবে দুর্ঘটনাবশত ফাঁসটি গলাই আটকে যেয়ে শিশুটির মৃত্যু হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর ঘটনা সর্ম্পকে সঠিক তথ্য পাওয়া যাবে।