নিহত গোলাম রাব্বানী টিপু খুলনা মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি এবং খুলনা সিটি করপোরেশনের সদ্য সাবেক কাউন্সিলর ছিলেন।
গুলিতে নিহত টিপু কেসিসির ৪নং ওয়ার্ড অপসারিত কাউন্সিলর। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাতে হোটে সীগালের সামনে তাকে গুলি করে হত্যা করা হয়। হত্যাকারীদের পরিচয় সনাক্ত করা যায়নি এখনো।
কক্সবাজার সদর থানার ওসি ইলিয়াস খান বিষয়টি নিশ্চিত করেছেন। বিভিন্ন সিসি ফুটেজ বিভিন্ন আলামত দেখে খুনিদের সনাক্ত করে গ্রেপ্তার চেষ্টা করা হচ্ছে বলে জানান তিনি। বর্তমানে লাশটি কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।