নিউজ ডেস্ক:
বিএনপি নেত্রী নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক পরিবেশ উত্তপ্ত করার চেষ্টা করছেন বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগ সভাপতিমন্ডলীর সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম।
গতকাল বুধবার রাজধানীর সেগুনবাগিচাস্থ বাগিচা রেস্টেুরেন্টে কেন্দ্রীয় ১৪ দলের নেতৃবৃন্দের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মোহাম্মদ নাসিম বলেন, খালেদা জিয়া নির্বাচন সামনে রেখে পরিবেশ উত্তপ্ত করছেন। তিনি যে সহায়ক সরকারের কথা বলছেন পৃথিবীর কোথাও তা নেই। কিছুদিন আগে ব্রিটেনে নির্বাচন হয়েছে সেখানেও এমন সরকার নেই।
গণতন্ত্রী পার্টির প্রেসিডিয়াম সদস্য ডা. শহীদুল্লাহ শিকদারের সভাপতিত্বে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, জাতীয় পার্টির (জেপি) মহাসচিব শেখ শহিদুল ইসলাম, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন, ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ) অ্যাডভোকেট এনামুল হক, গণআজাদী লীগের সভাপতি এসকে শিকদার, ওয়ার্কার্স পাটির সাবেক সাধারণ সম্পাদক আনিসুর রহমান মল্লিক প্রমুখ অনুষ্ঠানে বক্তব্য রাখেন।