খালেদা জিয়ার মুক্তির দাবিতে চুয়াডাঙ্গায় বিএনপি’র সমাবেশ অনুষ্ঠিত
চুয়াডাঙ্গা প্রতিনিধি: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে চুয়াডাঙ্গা জেলা বিএনপির আয়োজনে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকাল চারটার দিকে জেলা শহরের সাহিত্য পরিষদ চত্বরে জেলা বিএনপির আহবায়ক মাহমুদ হাসান খান বাবুর সভাপতিত্বে বিএনপির এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জহির উদ্দিন স্বপন।
চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহবায় কমিটির সদস্য সচিব শরিফুজ্জামান শরীফের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপি সদস্য খন্দকার আব্দুর জব্বার সোনা, খাজা আবুল হাসনাত, রউফুন নাহার রীনা, জেলা কৃষক দলের আহ্বায়ক মোকাররম হোসেন, সদর উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম, চুয়াডাঙ্গা পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি, সেক্রেটারি মাহমুদুল হক পল্টু, দামড়হুদা উপজেলা বিএনপি সেক্রেটারি রফিকুল হাসান তনু, জীবননগর উপজেলা বিএনপির সভাপতি খোকন খান, জেলা যুবদলের সেক্রেটারি সাইফুর রশিদ ঝন্টু, জেলা স্বেচ্ছাসেবক আহবায়ক শফিকুল ইসলাম পিটু, জেলা ছাত্রদলের সেক্রেটারি মোমিন মালিথা প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জহির উদ্দিন স্বপন বলেন, নিঃশর্তে খালেদা জিয়ার মুক্তি দিয়ে বিদেশে তার সঠিক চিকিৎসা সুযোগ দিতে হবে। খালেদা জিয়ার সঠিক চিকিৎসার সুযোগ না দিয়ে এই সরকার তাকে তিলে তিলে হত্যা করছে। সঠিক চিকিৎসার অভাবে খালেদা জিয়ার কিছু হলে তার দায়ভার এই সরকারকে বহন করতে হবে।