নিউজ ডেস্ক:
খালেদা জিয়ার ভিশন-২০৩০ গালভরা বুলি দিয়ে জঙ্গিবাদকে আড়াল করার অপপ্রয়াস ছাড়া আর কিছুই না বলে মন্তব্য করেছেন জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এবং সাধারণ সম্পাদক শিরীন আখতার। আজ শনিবার এক বিবৃতিতে তারা এ মন্তব্য করেন।
বিবৃতিতে তারা বলেন, খালেদা জিয়া তার ২৫৬ দফার ভিশন-২০৩০ এর কোথায়ও জঙ্গিবাদের রাজনৈতিক আদর্শ-দর্শন নিয়ে একটা কথাও না বলে জঙ্গিবাদকে নিছক বেকার সমস্যা হিসেবে চিহ্নিত করে জঙ্গিবাদের বিপদকে আড়াল করেছেন। খালেদা জিয়া যুদ্ধাপরাধীদের বিচারের বিষয়ে একটি শব্দও খরচ করেননি উল্লেখ করে নেতৃবৃন্দ বলেন, খালেদা জিয়া যুদ্ধাপরাধীদের মন্ত্রিসভার সদস্য বানানোর জন্য ক্ষমা না চেয়ে মুক্তিযুদ্ধের সম্মান দেয়ার যে কথা বলেছেন, তা ভুতের মুখে রাম নাম ছাড়া আর কিছুই না।
তারা বলেন, খালেদা জিয়া তার আমলে হাওয়া ভবন কেন্দ্রীক অর্গানাইজড, সিস্টেম্যাটিক, সিন্ডিকেটেড দুর্নীতির জন্য ক্ষমা না চেয়ে দুর্নীতির বিরুদ্ধে গালভরা বুলি আউড়েছেন।