নিউজ ডেস্ক:
দেশের সামষ্টিক অর্থনীতিতে মুদ্রাস্ফীতি নিম্নগামী রয়েছে। তবে খাদ্যে মুদ্রাস্ফীতি বাড়বে।
গতকাল রোববার ব্র্যাক ইন সেন্টারে জাতীয় বাজেট ২০১৭-২০১৮ নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) এ আশঙ্কা ব্যক্ত করেছে।
সিপিডি আগামী কয়েক মাসের মধ্যে চাল, তেল ও গ্যাসের দাম বাড়ার আশঙ্কা প্রকাশ করে বলেছে, গত মৌসুমে আমন উৎপাদন ভাল হয়নি। ফলে চালের মজুদও কম হয়েছে। এ কারণে চালের আমদানি বৃদ্ধি করতে হবে।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক মোস্তাফিজুর রহমান। এতে বলা হয়, চলতি অর্থবছরের জুলাই থেকে অক্টোবর পর্যন্ত প্রথম প্রান্তিকে রাজস্ব আহরণ প্রবৃদ্ধি ২০ দশমিক ৬ শতাংশ ছিল। বর্তমানে রাজস্ব আহরণ প্রবৃদ্ধি ৩৮ দশমিক ৯ শতাংশ।
সিপিডি’র মতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের সংশ্লিষ্ট সংস্থার তদারকি বাড়াতে হবে এবং বিক্রয় ব্যবস্থার উন্নয়ন করতে হবে। এ জন্য ব্যাংকিং ব্যবস্থার ভিত মজবুত ও সামাজিক নিরাপত্তা বেষ্টনীর ওপর জোর দেওয়ার সুপারিশ করা হয়।
অনুষ্ঠানে দেশের ব্যাংকিং ব্যবস্থা সর্ম্পকে বলা হয়, দেশের ব্যাংকগুলোতে সুদের হারের সঙ্গে ব্যাংকের ডিপোজিট রেটের প্রার্থক্য বাড়ছে।
সংবাদ সম্মেলনে ২০১৭-১৮ অর্থবছরের বাজেটের বিভিন্ন সুপারিশও তুলে ধরা হয়।
অনুষ্ঠানে তৌফিকুল ইসলাম জানান, এখন পর্যন্ত রাজস্ব প্রবৃদ্ধি ভাল রয়েছে। রাজস্ব আহরণে চাঙ্গা ভাব রয়েছে। যদিও রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জনে পুরোপুরি সক্ষম হবে না এনবিআর। সিপিডির আশঙ্কা, বছর শেষে মোট রাজস্বে ৩৮ হাজার কোটি টাকা ঘাটতি থাকতে পারে।
তিনি বলেন, অর্থবছরের শেষ প্রান্তিকে অর্থাৎ পরবর্তী তিন মাসের মধ্যে রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জন করতে পারবে না এনবিআর। কারণ জুলাই-অক্টোবরে রাজস্ব লক্ষ্যমাত্রায় ঘাটতি থাকায় চতুর্থ প্রান্তিকে ৪৫ দশমিক ৮ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করতে হবে। বর্তমান পরিস্থিতিতে যা কোনোভাবেই সম্ভব নয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সিপিডির ফেলো অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্য, নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন, অতিরিক্ত গবেষণা পরিচালক ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম, রিসার্চ ফেলো তৌফিকুল ইসলাম খান প্রমুখ।