নিউজ ডেস্ক:
নেশায় চুর, হাতে মদের বোতল, পা টলমল, ঠিকমতো দাঁড়াতে পারছিলেন না, অথচ এই অবস্থাতেই রেলিং টপকে খাদের কিনারায় গিয়ে দাঁড়িয়েছিলেন দুই যুবক। আচমকাই পা পিছলে সোজা ২০০০ মিটার গভীর খাদে।
ঘটনাটি ঘটেছে ভারতের মহারাষ্ট্রের সিন্ধুদুর্গ জেলার আম্বোলি ঘাটের কাভালা পয়েন্টে।
জানা গেছে, ঘটনাস্থলেই দুই যুবকের মৃত্যু হয়েছে। তবে তিনদিন হয়ে গেলেও তুমুল বৃষ্টি, জলের স্রোত এবং কুয়াশার কারণে তাদের মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়নি। ঘটনাটির ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরালও হয়ে গেছে।
মহারাষ্ট্রের আম্বোলা ঘাটটি পিকনিকের জন্য বিখ্যাত। বছরের বিভিন্ন সময় ওখানে অনেকেই বেড়াতে যান। জানা গেছে, গত ১ আগস্ট বন্ধুদের সঙ্গে ইমরান গারাদি (২৬) ও প্রতাপ রাঠৌর (২১) নামে ওই যুবকও সেখানে গিয়েছিলেন। তখনই ঘটে দুর্ঘটনাটি।
ঘটনা প্রসঙ্গে সুনীল ধানাওয়াড়ে নামে সামান্তওয়াড়ি থানার এক পুলিশ কর্মকর্তা জানান, ইমরান ও প্রতাপরা মোট সাতজন এখানে এসেছিলেন। কিন্তু দুর্ভাগ্যবশত ওই দুই যুবক খাদে পড়ে মারা গেছেন। দুই জনের মৃতদেহ এখনও উদ্ধার করা সম্ভব হয়নি।
কোলাপুরে একটি পোলট্রি ফার্মে কর্মরত ইমরান ও প্রতাপ বন্ধুদের সঙ্গে আম্বোলি ঘাটে ঘুরতে এসেছিলেন। কিন্তু বন্ধুরা ফিরে গেলেও ওই দুই জন ফেরেননি। এরপরই বন্ধুরা থানায় খবর দেয়। পুলিশ কর্মকর্তারা তদন্ত শুরু করে স্থানীয় লোকজন ও দোকানদারের কাছ থেকে ঘটনা সম্পর্কে জানতে পারেন। এরপরই ঘটনাস্থলে যান তারা। খাদের নিচে দুই জনের মৃতদেহও দেখতে পান পুলিশ তারা। কিন্তু ঘন কুয়াশা, বৃষ্টি এবং জলের স্রোতের কারণে মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়নি।
এর মধ্যেই সামনে এসেছে ঘটনাটির ভিডিও। যেখানে দেখা যাচ্ছে, মদ্যপ অবস্থায় ওই দুই যুবক খাদের কিনারে গিয়ে দাঁড়িয়েছেন। কিন্তু কিছুক্ষণ পরই টাল সামলাতে না পেরে পড়ে যান ২০০০ ফুট গভীরে। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় সেটি ভাইরালও হয়ে গেছে।