কোাটচাঁদপুর পল্লিতে বিদ্যুৎ পিস্ট হয়ে কৃষকের মৃত্যু

0
51

নিউজ ডেস্ক:ঝিনাইদহের কোটচাঁদপুর পল্লিতে বিদ্যুৎ পিস্ট হয়ে একজন কৃষকের মৃত্যু হয়েছে। পুলিশ ও এলাকাবাসী জানায়, উপজেলার মুরুটিয়া গ্রামের সিদ্দিক আলীর ছেলে রেজাউল করিম রেজা (৩৫) নিজের স্যালো মেশিনের মাধ্যমে সোমবার সকালে ইরি ধানে পানি দেয়ার জন্য মাঠে যায়। দুপুর গড়িয়ে গেলেও সে বাসায় ফিরে না আসায় বাড়ী থেকে মাঠে খোঁজ করতে গেলে দেখতে পায় রেজা মৃত অবস্থায় স্যালো মেশিনের পাশে পড়ে আছে। এ খবর ছড়িয়ে পড়লে শত শত এলাকাবাসী ঘটনাস্থলে ছুটে যান। তারা এ সময় দেখতে পান পুরো স্যালো মেশিনটি বিদ্যুতায়িত হয়ে আছে। যে কারণে সকলেই মনে করছেন স্যালো মেশিন বিদ্যুতায়িত অবস্থায় হাত দেয়াতে রেজা বিদ্যুৎ পিস্ট হয়ে মারা গেছে। কোটচাঁদপুর থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) মাহাবুবুল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, যেহেতু রেজা বিদ্যুৎ পিস্ট হয়ে মারা গেছে সে কারণে থানা অপমৃত্যু’র মামলা হয়েছে।