কোন শিক্ষা প্রতিষ্ঠানে ভবন সংকট থাকবে না

0
9

জুগিন্দা মাধ্যমিক বিদ্যালয়ে নবীন বরণ অনুষ্ঠানে এমপি খোকন
নিউজ ডেস্ক:মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য সাহিদুজামান খোকন বলেছেন, আগামীতে কোন শিক্ষা প্রতিষ্ঠানে ভবন সংকট থাকবে না। শিক্ষার্থীরা যাতে সুন্দর পরিবেশে লেখাপড়া করতে পারে, তার জন্য সরকার সকল শিক্ষা প্রতিষ্ঠানে নতুন আধুনিকমানের ভবন নির্মাণ করার সিদ্ধান্ত নিয়েছে। তাই প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান এ সুবিধার আওতায় পড়বে। পাশাপাশি শিক্ষকদের উদ্দ্যোশে বলেন, ভালোভাবে নৈতিক শিক্ষায় শিক্ষা দিয়ে মানুষের মত মানুষ হিসেবে গড়ে তুলতে হবে শিক্ষার্থীদের। শিক্ষার্থীরা যাতে দেশের উন্নয়নে নিজেদের নিবেদিত রাখে। জঙ্গিবাদ ও সন্ত্রাস দমনে তাদের ভালো ভূমিকা থাকে সেই লক্ষ্যে কাজ করে যেতে হবে।
গতকাল শনিবার দুপুুরে গাংনী উপজেলার জুগিন্দা মাধ্যমিক বিদ্যালয়ে আয়োজিত নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি হায়দার আলীর সভাপতিত্বে ও প্রধান শিক্ষক আব্দুল করিমের স্বাগত বক্তব্যে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মীর হাবিবুল বাশার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক আবুল বাশার, ধানখোলা ইউপি চেয়ারম্যান আখেরুজামান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম, ধানখোলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য গোলাম সরোয়ার, ধানখোলা ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, উপজেলা আওয়ামী লীগের সদস্য মফিজুল ইসলাম, প্রবীণ শিক্ষক কাউসার আলী, শিক্ষক নেতা ক্রীড়া প্রেমিক তানজিলুর রহমান মুক্তি, ছাত্রলীগ নেতা আবির হামজা ও যুবলীগ নেতা মুক্তারুল ইসলাম। এছাড়াও অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। এরআগে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা মুক্তিযুদ্ধকালীন সময়ের বিভিন্ন ঘটনা অবলম্বনে নানা কাহিনী অতিথিদের সামনে তুলে ধরেন।