কোনো অবৈধ বাণিজ্য করতে দেওয়া হবে না

0
9

গাংনীতে বৈদ্যুতিক পাখা বিতরনী অনুষ্ঠানে এমপি সাহিদুজামান খোকন
নিউজ ডেস্ক:মেহেরপুর-২ গাংনী আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজামান খোকন বলেছেন, ‘সোলার প্যানেল দেওয়ার নামে বিগত দিনে অনেকে বাণিজ্য করেছে। আর কোনো প্রকার অবৈধ বাণিজ্য এ উপজেলায় করতে দেওয়া হবে না। সরকারি জিনিস প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের জনগণের জন্য বিনামূল্যে দিয়েছে, আর সেই সব সরকারি জিনিসগুলো নিয়ে যারা অবৈধ বাণিজ্য করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
গতকাল শনিবার দুপুর ১২টার দিকে গাংনী উপজেলা অডিটরিয়ামে ৩৪১ জনের মাঝে সোলার হোম সিস্টেম বৈদ্যুতিক পাখা বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন। অনুষ্ঠানে এমপি খোকন তাঁর নিজের মোবাইল নাম্বার সবাইকে দিয়ে সোলার প্যানেল বা কাবিখা, কাবিটা প্রকল্পে কেউ কোনো প্রকার অর্থ দাবি করলে তাঁকে জানানোর আহ্বানও জানান। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিরঞ্জন চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গাংনী পৌরসভার মেয়র আশরাফুল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান একেএম শফিকুল আলম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মনিরুজামান মনি, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মকলেছুর রহমান মকুল, মুক্তিযোদ্ধা নেতা আমিরুল ইসলাম, কাউন্সিলর নবীর উদ্দীনসহ আওয়ামী লীগ, যুবলীগ ও মুুক্তিযোদ্ধারা। এ ছাড়া অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন গ্রাম থেকে আগত এ পাখা গ্রহণকারী ব্যক্তিরা এমপি সাহিদুজামান খোকনের হাত থেকে এ পাখা গ্রহণ করেন।