আলমডাঙ্গায় আ.লীগের সদস্য সংগ্রহ অভিযান উপলক্ষে মতবিনিময় সভায় এমপি ছেলুন জোয়ার্দ্দার
নিউজ ডেস্ক:আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সদস্য সংগ্রহ অভিযান উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মজিবর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন।
এ সময় এমপি ছেলুন জোয়ার্দ্দার দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, ‘আজ থেকে আলমডাঙ্গা উপজেলায় নতুন করে সদস্য সংগ্রহ অভিযান শুরু হলো। তবে আপনাদের উদ্দেশে একটাই বার্তা, কোনোক্রমেই জামায়াত-বিএনপির কাউকে সদস্য করবেন না। যেকোনো মূল্যে দলের সদস্য হতে তাঁরা মরিয়া হয়ে উঠবে। মনে রাখবেন, আমরা হয়তো চিরদিন ক্ষমতায় থাকব না, কিন্ত দল যদি শক্তিশালী হয়, তাহলে এমন কোনো শক্তি নেই আমাদের দুর্বল করতে পারে।’ তিনি আরও বলেন, ‘আমাদের অভ্যন্তরীণ কোন্দল আজ থেকে সবাই মিটিয়ে নেবেন। প্রতিটি ইউনিয়ন, ওয়ার্ডে কোনো মতানৈক্য যেন না থাকে। আগামী ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন উপলক্ষে প্রস্তুতি নেন, এবার প্রতিটি ইউনিয়নে ১৫ আগস্ট পালন করবেন। এ ছাড়াও ২০২০ সালে বঙ্গবন্ধুর শততম জন্মদিন উপলক্ষে মুজিব দিবস পালিত হবে, সে উপলক্ষে আপনারা প্রস্তুত থাকবেন।’
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাড. আব্দুর রশিদ, খুস্তার জামিল, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান, বন ও পরিবেশবিষয়ক সম্পাদক সহিদুল ইসলাম খান, সদস্য শাহ আলম, দেলোয়ার হোসেন, পৌর আওয়ামী লীগের সভাপতি আবু মুসা, উপজেলা চেয়ারম্যান আইয়ুব হোসেন, পৌর সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি আওরঙ্গজেব মোল্লা টিপু।
উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইয়াকুব আলী মাস্টারের উপস্থাপনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ইউপি চেয়ারম্যান লুৎফর রহমান, আমিরুল ইসলাম মন্টু, আনিসুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা হামিদুল ইসলাম আজম, খন্দকার শাহ আলম মন্টু, লিয়াকত আলী লিপু মোল্লা, সাংগঠনিক সম্পাদক কাজী খালেদুর রহমান অরুন, আতিয়ার রহমান, আলম হোসেন, কৃষিবিষয়ক সম্পাদক আব্দুল মালেক ও ধর্মবিষয়ক সম্পাদক হাজী ঠান্ডু রহমান।
উন্মুক্ত আলোচনায় অংশ নেন আসাবুল হক ঠান্ডু, আব্দুল হালিম ম-ল, আবু তাহের, জালাল উদ্দিন, দিদার আলী, সমীর কুমার দে, হান্নান শাহ, আব্দুর রাজ্জাক, খবির উদ্দিন, ওয়াজেদ আলী, পরিমল কুমার কালু, মাসুদ রানা তুহিন, রেজাউল ইসলাম তবা, উপজেলা ভাইস চেয়ারম্যান সালমুন আহম্মেদ ডন, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মারজাহান নিতু, যুবলীগের নেতা কাউন্সিলর মতিয়ার রহমান ফারুক, আব্দুল গাফ্ফার, ছাত্রলীগের নেতা আশরাফুল ইসলাম, নয়ন সরকার প্রমুখ। সভায় আনুষ্ঠানিকভাবে সদস্য সংগ্রহ বই তুলে দেন সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি। এ সময় আগামী দুই দিনের মধ্যে প্রতি ইউনিয়নে সদস্য সংগ্রহ অভিযান সম্পন্ন করতে নির্দেশ দেন তিনি।