নিউজ ডেস্ক:
সংসদে বৈঠকে বাজেট আলোচনায় অংশ নিয়ে গত বৃহস্পতিবার জাতীয় পার্টির এমপি খুরশীদ আরা হক বলেছেন, আমরা কোনও ইলেকশন চাই না। প্রধানমন্ত্রী আছেন, থাকবেন। আরও পাঁচ-দশ বছর দেশ চালাবেন।
বিএনপি নেত্রী খালেদা জিয়ার সম্পর্কে তিনি বলেন, খালেদা জিয়া বাংলাদেশে থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সমালোচনা করেন। এটা শোভা পায় না।
এসময় খালেদা জিয়াকে উদ্দেশ্য করে জাতীয় পার্টির এ সংসদ সদস্য বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলবেন না।
২০১৭-১৮ অর্থবছরের বাজেট সম্পর্কে তিনি বলেন, এ বাজেট শুভঙ্করের ফাঁকি। নারীরা সঞ্চয় করেন। তাদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেবে। এটা মানি না। মাননীয় প্রধানমন্ত্রী এ বিষয়ে আপনার হস্তক্ষেপ চাই।