নিউজ ডেস্ক:ঝিনাইদহের কোটচাঁদপুর জয়দিয়া বাওড়ের পাশের একটি পুকুর থেকে এক সন্তানের জননী সোনিয়া (২৫) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। গতকাল শনিবার সকাল ৭টার দিকে উপজেলার সাফদারপুর জয়দিয়া বাওড়ের পাশে একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। গৃহবধূ সোনিয়া কোটচাঁদপুর উপজেলার সাফদারপুর ইউনিয়নের লক্ষীকু-ু গ্রামের হবিবুর রহমানের মেয়ে ও দতিয়ারকুঠি গ্রামের ইব্রাহিমের স্ত্রী। তার ৭ বছরের এক ছেলে সন্তান আছে। কোটচাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী কামাল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, শনিবার সকালে গৃহবধূ সোনিয়া গোসল করতে বাড়ির পাশেই অবস্থিত জয়দিয়া বাওড়ের সাথেই একটি পুকুরে যায়। সকাল ৮টা পর্যন্ত বাড়ির লোকজন তাকে দেখতে না পেয়ে খোঁজাখুজি করে। পরে স্থানীয়রা গৃহবধূ সোনিয়ার লাশ পানিতে ভাসতে দেখে পরিবারের লোকজন ও পুলিশকে খবর দেয়। পুলিশ খবর পেয়ে সাফদারপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ নিরব হোসেনের নেতৃত্বে ঘটনাস্থল থেকে সোনিয়ার মরদেহ উদ্ধার করে নিয়ে আসে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ মর্গে পাঠানো হয়। গৃহবধু সোনিয়ার এমন নির্মম মৃত্যুতে পরিবারসহ এলাকায় নেমেছে শোকের ছাড়া।