কোটচাঁদপুরের এক গ্রামে তিন ডেঙ্গু রোগীর সন্ধান

0
11

নিউজ ডেস্ক:ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার জালালপুর সেনপাড়ায় একসঙ্গে তিন ডেঙ্গু রোগীর সন্ধান পাওয়া গেছে। ডেঙ্গু আক্রান্তরা হলেন একই পাড়ার মৃত সুবোল সেনের পুত্র মানবেন্দ্র সেন (৪৫), উজ্জ্বল দাসের স্ত্রী ঝুনু দাস (৩০) ও কৃষ্ণ দাসের স্ত্রী কৃষ্ণা দাস। একসঙ্গে এক পাড়ায় তিনজন ডেঙ্গু রোগী শনাক্ত হওয়ায় ওই গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
গ্রামবাসী জানান, চারিদিকে ডেঙ্গু ছড়িয়ে পড়লেও তাঁদের গ্রাম জালালপুর অনেকটা ডেঙ্গুমুক্ত ছিল। কিন্তু হঠাৎ করে গ্রামের এক পাড়াতে তিনজন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। বর্তমানে ওই তিনজনের মধ্যে মানবেন্দ্র সেন যশোর অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, ঝুনু দাস যশোর কুইন্স হাসপাতালে ও কৃষ্ণা দাস ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ওই গ্রামের বাসিন্দা ও ওয়ার্ড মেম্বর নাসির উদ্দিন জানান, হঠাৎ করে একসঙ্গে তিনজন ডেঙ্গু রোগীর সন্ধান পাওয়ায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দিয়েছে। তবে সবাইকে সচেতন থাকার পরামর্শ দেওয়া হয়েছে।