জনপ্রিয় বক্তা ও প্রয়াত জামায়াত নেতা দেলাওয়ার হোসেন সাঈদীর কথা স্মরণ করে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ‘দেলাওয়ার হোসেন সাঈদীর কথা আজ আমার খুব মনে পড়ছে। আজকের এই পরিস্থিতি দেখলে আল্লাহ তালার শুকরিয়ায় তার মন আরও বিনয়ী হয়ে উঠতো।’
শফিকুর রহমান বলেন, ‘দুইবার জেলে আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীর সঙ্গে আমার দেখা হয়েছে। আমরা পরস্পরকে জড়িয়ে ধরেছি। কান্নাকাটি করেছি। তার কান্নাকাটি এ কারণে ছিল না যে, তিনি মৃত্যুর হাত থেকে বাঁচতে চান। বরং এই কান্নাকাটি এই জন্য যে, তিনি কি আর একটিবারও বাংলাদেশের মানুষের কোরআনের একটি আয়াতও শোনাতে পরবেন কিনা।’
সোমবার (১৪ অক্টোবর) দুপুরে ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে জাতীয় মুফাসসির সম্মেলনে তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ও মূলধারার ইসলামী দলগুলো মনে করে, বিদ্যমান নিয়মতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমেই দেশে ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব।
মতের ভিন্নতা থাকলেও বৃহত্তর স্বার্থে ইসলামী দলগুলোর ঐক্যবদ্ধ হওয়া উচিত বলে মনে করেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। ক্ষমতাচ্যুত হয়ে আওয়ামী লীগ ইসলামী লেবাসে ফিরে আসার চেষ্টা করছে বলে জানান তিনি।