নিউজ ডেস্ক: শীত ও কুয়াশায় চুয়াডাঙ্গায় বোরো ধানের বীজতলা নষ্ট হচ্ছে। কৃষকরা বলছেন বোরো ধানের বীজতলা নষ্টের কারণে এ মৌসুমে ধান চাষ করা অসম্ভব হয়ে পড়বে। মাঠের বীজতলার চারা কুয়াশার কারণে হলুদ ও শুকিয়ে নষ্ট হয়ে যাচ্ছে। চুয়াডাঙ্গার চারটি উপজেলায় ১ হাজার ৯শ’ ২০ হেক্টর জমিতে বোরো ধানের বীজতলা রয়েছে। কয়েকদিন টানা কুয়াশার কারণে এ বীজতলা নষ্ট হচ্ছে। কৃষকরা বলছেন, রাতে কুয়াশা পড়ছে বীজতলায়। দিনে রোদ থাকায় বীজতলার চারাগুলো প্রথমে হলুদ রঙের হচ্ছে, পরে চারাগুলো শুকিয়ে যাচ্ছে। এভাবে চারা নষ্ট হলে বোরো মৌসুমে ধান চাষ করা সম্ভব হবে না। চালের বড় যোগান পায় আমরা বোরো মৌসুমের ধান থেকে। কিন্তু এ মৌসুমে ধান চাষ করতে না পারলে এবার সমস্যায় পড়তে হবে। তারা আরও জানান, টাকা দিয়েও ভাল চারা পাওয়া যায়না। কারণ পছন্দের মতো ধানের চারা সব সময় কিনতে পাওয়া যায় না। এনজিও থেকে লোন ও দেনা করে বীজতলা তৈরি করেছি তা নষ্ট হয়েছে কুয়াশায়। ধান হবে না, অন্যদিকে বকেয়া টাকা পরিশোধ করতে হবে তা নিয়ে চিন্তায় আছি। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, এ মৌসুমে চুয়াডাঙ্গায় ৩৩ হাজার হেক্টর জমিতে বোরো ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। রোববার পর্যন্ত বোরো ধান রোপন করা প্রায় ১৬শ’ হেক্টর জমিতে। আর বীজতলা রয়েছে ১ হাজার ৯শ’ ২০ হেক্টর জমিতে।