কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

0
35

নিউজ ডেস্ক:কুষ্টিয়ার ভেড়ামারায় সড়ক দুর্ঘটনায় হৃদয় শেখ (২৭) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ নভেম্বর) ভোরের দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে।সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত মোটরসাইকেল আরোহী হৃদয় শেখ কুষ্টিয়ার মিরপুর উপজেলার পোড়াদহ এলাকার আলম শেখের ছেলে।

এর আগে বুধবার (৪ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে ভেড়ামারা-জগশ্বর আঞ্চলিক সড়কের জগশ্বর কালভার্ট নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল থেকে রাস্তার পাশে ছিটকে পড়ে। স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ জালাল জানান, ভেড়ামারা-জগশ্বর আঞ্চলিক সড়কের জগশ্বর কালভার্ট অতিক্রম করে মোটরসাইকেল আরোহী হৃদয় শেখ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ছিটকে পড়ে এই দুর্ঘটনা ঘটে।