N D : কুষ্টিয়ায় জনপ্রিয় হচ্ছে ‘আজিবার স্বর্ণ’ নামে নতুন জাতের ধান চাষ।
আজিবার নামে এক কৃষক ওই এলাকায় প্রথম এ ধান চাষ করায় স্থানীয়রা ধানের নাম দিয়েছে ‘আজিবার স্বর্ণ’।
আজিবার রহমান কুষ্টিয়ার মিরপুর উপজেলার সদরপুর ইউনিয়নের মৃত ছবেদ হোসেন মালিথার ছেলে।
আজিবার রহমান বলেন, ‘২০১৪ সালে আমি এক বিঘা জমিতে ব্রি-৪৯ জাতের ধান চাষ করি। এর মধ্যে বড় বড় ধান বীজ হিসেবে সংগ্রহ করি। পরের বছর আমি একবিঘা জমিতে সেটা ব্যবহার করি। ফলনও বেশ ভালো হয়। এবার আমি তিন বিঘা জমিতে এই ধানের চাষ করেছি। আমার দেখাদেখি এই এলাকার অনেক কৃষক এ ধান চাষ করেছে।’
তিনি আরো বলেন, ‘প্রতি গোছায় ধান গাছের সংখ্যা ৩৫-৪০টি। জীবনকাল ১১৫-১২০দিন। ফলন বিঘাপ্রতি ২০-২২ মণ। ধানের শীষও অনেক বড়। প্রতিটি শীষে ধানের সংখ্যা ২৫০-৩০০টি। তাই এটা বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। চলতি বছর আমার এলাকার ২০ থেকে ২৫ জন কৃষক এই জাতের ধান চাষ করেছে।’
চাষী দুলাল বলেন, ‘আমি এ বছর দুই বিঘা জমিতে ‘আজিবার স্বর্ণ’ ধান চাষ করেছি। ধানগুলো বেশ বড় হয়েছে। শীষও অনেক বেশি। আশা করছি ভালো ফলন পাবো।’
মিরপুর উপজেলা কৃষি কর্মকর্তা রমেশ চন্দ্র ঘোষ বলেন, আজিবার রহমান নিজে বীজ সংরক্ষণ করে এ ধান চাষ করেছেন। এটা ওই এলাকায় বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।