এন.আই.মিলন, দিনাজপুর প্রতিনিধি- শেখ হাসিনার বারতা সবার জন্য নিশ্চিত হবে সামাজিক নিরাপত্তা’ সমাজ সেবার প্রচেষ্টা-এগিয়ে যাবে দেশটা, এই স্লোগানকে সামনে রেখে, কাহারোল উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজ সেবা কার্যালয় এর আয়োজনে গত ২৪ সেপ্টেম্বর/১৭ইং তারিখে কাহারোল উপজেলায় দুঃস্থ ও অসহায়দের জন্য বাংলাদেশ জাতীয় সমাজ কল্যাণ পরিষদ হতে প্রাপ্ত বিশেষ অনুদানের চেক বিতরণ করা হয়।
কাহারোল উপজেলা অডিটোরিয়াম হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাসিম আহমেদ এর সভাপতিত্বে দুঃস্থ ও অসহায়দের মাঝে দিনাজপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুঃস্থ ও অসহায়দের মাঝে চেক বিতরণ করেন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মামুনুর রশিদ চৌধুরী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাহারোল থানার অফিসার ইনচার্জ মোঃ আইয়ুব আলী, কাহারোল উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক মোঃ হাফিজুল ইসলাম চৌধুরী, ১নং ডাবোর ইউপি চেয়ারম্যান বাবু সত্যজিৎ রায়, ৪নং তাড়গাঁও ইউপি চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম সহ উপজেলার অন্যান্য সরকারী কর্মকর্তাবৃন্দ। উক্ত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ নঈমুল ইসলাম। অনুষ্ঠানে উপজেলার ৫৭ জন দুঃস্থ ও অসহায়দের মাঝে ১ লক্ষ ৪৪ হাজার টাকার চেক বিতরণ করা হয়।