নিউজ ডেস্ক:
দক্ষিণ কাশ্মীরের সোপিয়ান জেলার হারমান এলাকা থেকে ভারতীয় সেনাবাহিনীর এক লেফটেন্যান্টের গুলিবিন্ধ দেহ উদ্ধার করা হয়েছে। গুলিবিদ্ধ সেনা কর্মকর্তার নাম উমর ফৌয়াজ। তিনি কুলগামের বাসিন্দা। তবে কীভাবে তিনি গুলিবিদ্ধ হন তার এখনও কোনও যথাযথ তথ্য মেলেনি। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ, এছাড়া এ ঘটনার সঙ্গে কোনও জঙ্গি যোগ বা পাক সেনার কোনও মদদ রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।
কিছুদিন আগেই সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকে দুই ভারতীয় সেনা সদস্যের মাথা কেঁটে হত্যা করেছিল পাক সেনা। তারপর থেকেই প্রতিশোধের আগুনে ফুটছিল সেনা তথা গোটা দেশ। কড়া বার্তা দিয়েছিলেন প্রতিরক্ষা মন্ত্রী অরুণ জেটলি। এরপরেও সীমান্তে থামেনি পাক সেনার দৌড়াত্ব। বারবার সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করেছে পাক সেনা।
এরপরেই মোক্ষম জবাবে গুঁড়িয়ে দেওয়া হয়েছিল পাকিস্তানি বাংকার। সপ্তাহ খানেক আগেই সীমান্তের কাছে কৃষ্ণা ঘাঁটিতে দুই ভারতীয় সেনা সদস্যকে হত্যা করে তাঁদের দেহ ছিন্নভিন্ন করে দিয়ে যায় পাক সেনা।
সূত্র: কলকাতা টোয়েন্টিফোর