নিউজ ডেস্ক:
নিষিদ্ধ ঘোষিত হরকাতুল জিহাদের (হুজি) শীর্ষনেতা মৃত্যুদণ্ডপ্রাপ্ত ‘মুফতি’ আব্দুল হান্নান ও জঙ্গি শরীফ শাহেদুল আলম বিপুলের ফাঁসি কার্যকর করা হয়েছে।
কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বুধবার রাত ১০টায় তাদের ফাঁসি কার্যকর হয় বলে জানিয়েছেন সিনিয়র জেল সুপার মিজানুর রহমান।
ফাঁসি কার্যকরের বিষয়ে এক ব্রিফিংয়ে তিনি সাংবাদিকদের বলেন, সিলেটে ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীকে হযরত শাহজালালের মাজার প্রাঙ্গণে ২০০৪ সালে হত্যা চেষ্টার অভিযোগে আদালতের রায় অনুযায়ী মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।