ঝিনাইদহ সংবাদদাতাঃ ঝিনাইদহের কালীগঞ্জ শহরে স্টেডিয়াম তৈরির অজুহাতে ৯ বিঘা জমির প্রায় সাড়ে ৩ হাজার কলাগাছ কেটে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার রাত ১১ টার দিকে কালীগঞ্জ মেইন বাস্ট্যান্ডের পাশে রেলওয়ের লীজ দেওয়া জমিতে লাগানো এই গাছ কেটে সাবাড় করা হয়। এ ঘটনায় স্থানীয় আওয়ামীলীগের এমপি আনোয়ারুল আজিম আনার ও তার লোকজনদের বিরুদ্ধে অভিযোগের তীর উঠেছে। জানা গেছে, গত ১২ বছর হলো কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও কেন্দ্রীয় যুবলীগের সদস্য মোস্তাফিজুর রহমান বিজু বাংলাদেশ রেলওয়ের কাছ থেকে এই জমিটি লিজ নিয়ে কলা চাষ করছিলেন। মোস্তাফিজুর রহমান বিজুর ভাষ্যমতে তার রাজনৈতিক প্রতিপক্ষ এমপির লোকজন স্টেডিয়াম তৈরির অজুহাত দেখিয়ে প্রায় সাড়ে ৩ হাজার কলা গাছ কেটে দিয়েছে। বিজু জানান, চলতি বছরও লিজের টাকা পরিশোধ করেছেন। এবছর প্রায় তিনি ৫ লাখ টাকা খরচ করে সাড়ে তিন হাজার কলা গাছ রোপন করেন। এতে তার লাভ হতো প্রায় ১২ লাখ টাকা। মোস্তাফিজুর রহমান বিজু জানান, স্টেডিয়াম তৈরি হবে এটা ভালো কথা কিন্তু সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কেউ আমাকে জানায়নি। জানালে আমি নিজে জমি পরিস্কার করে দিতাম। রাতের আধারে এ ভাবে লাখ লাখ টাকার ফসল নষ্ট করা কোন মানবতা প্রশ্ন তোলেন মোস্তাফিজুর রহমান বিজু। এব্যপারে জানাতে চাইলে রেলওয়ের খুলনা অঞ্চলের স্টেট বিভাগের ফিল্ড কানুনগো জিয়াউর রহমান জানান, কালীগঞ্জের সাবেক পৌর মেয়র এই জমি লিজ নিয়ে চাষ করছেন। কিন্তু সেখানে স্টেডিয়াম তৈরি করা হচ্ছে এমন কোন খবর জানা নেই। এছাড়া অফিসিয়াল কোন নির্দেশনা আমি পায়নি। কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ ছাদেকুর রহমান জানান, উপজেলায় একটি মিনি স্টেডিয়াম হবে এটার নির্দেশনা আছে। কিন্তু রেলওয়ের জমিতে স্টেডিয়াম তৈরি করতে হলে ক্রীড়া মন্ত্রনালয় ও রেল মন্ত্রনালয়কে এক জায়গায় বসে বিষয়টি সমাধাণ করতে হবে। আর ক্রীড়া মন্ত্রনালয় থেকে জমির ব্যাপারে কোন নির্দেশনা আমি পাইনি।