কালীগঞ্জে বিদ্যুতের ট্রান্সমিটার চুরি

0
33

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ
ঝিনাইহের কালীগঞ্জ উপজেলার দুলাল মুন্দিয়া গ্রাম থেকে বিদ্যুতের ট্রান্সামটার চুরি হয়েছে। মঙ্গলবার রাতে চুরির ঘটনা ঘটেছে। মোছাব্বির হোসেন নামে একজন কালীগঞ্জ থানায় সাধারণ ডায়েরী করেছেন। সেখানে তিনি উল্লেখ করেছেন, তার জমির সীমানা প্রাচীর নির্মানের কাজের স্থানে গিয়ে দেখতে পান পল্লি বিদ্যুতের ট্রান্সমিটারের ভিতরে থাকা আনুষঙ্গিক জিনিসপত্র ও ব্যবহারিক পানির মটর নাই। কালীগঞ্জ থানার ওসি মুহা: মাহফুজুর রহমান মিয়া জানান, এ ব্যাপারে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়া হবে।