কালীগঞ্জে ট্রাক চাপায় ভিক্ষুক নিহত

0
8

নিউজ ডেস্ক:ঝিনাইদহের সদর উপজেলার খড়িখালী নামক স্থানে ট্রাক চাপায় ইয়াছিন আলী (৫৫) নামে এক ভিক্ষুক নিহত হয়েছেন। গতকাল বুধবার সকাল ১০টার দিকে ঝিনাইদহ-যশোর সড়কের খড়িখালী তেল পাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ভিক্ষুক ঝিনাইদহ সদর উপজেলার খড়িখালি গ্রামের বিশারত মন্ডলের ছেলে। ইয়াছিন নিহত হওয়ার পর সঙ্গী বিহীন লাঠিখানা ধুলোয় গড়াগড়ি খাচ্ছিল। যেটি ছিল তার সর্বক্ষনের সঙ্গী। প্রত্যক্ষদর্শী পথচারী সাংবাদিক শাহাজান আলী বিপাশ জানান, বসুন্ধরা এলপি গ্যাস বহনকারী একটি ট্রাক ঝিনাইদহের দিকে যাচ্ছিল। এ সময় ঝিনাইদহ-যশোর সড়কের খড়িখালী নামক এলাকায় পৌঁছালে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ভিক্ষুক ইয়াসিনকে চাপা দেয়। এতে ভিক্ষুকটি ঘটনাস্থলে নিহত হয়। ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান খান দূর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।