মুক্তারপুর-নলডাঙ্গা মাঠে গভীররাতে মাদক ব্যবসায়ী-পুলিশের গোলাগুলি
চার পুলিশ আহত : বস্তাভর্তি ফেন্সিডিল, পাইপগান, দেশীয় অস্ত্র উদ্ধার
নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গার দামুড়হুদায় গভীর রাতে মাদক ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের গোলাগুলিতে আব্দুল বারেক (৪০) নামের এক চিহ্নিত মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। সে কার্পাসডাঙ্গা মিশনপাড়ার মৃত আব্দুল গণির ছেলে। গতকাল রাত ১টার দিকে উপজেলার মুক্তারপুর-নলডাঙ্গা মাঠে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে একটি বস্তাভর্তি ফেন্সিডিল, একটি পাইপগান, দু’টি কার্তুজের খোসা ও দু’টি রামদা উদ্ধার করেছে পুলিশ। এ প্রসঙ্গে দামুড়হুদা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আকরাম বলেন, ‘বৃহস্পতিবার দিনগত রাত ১টার দিকে আমাদের কাছে খবর আসে একদল মাদক ব্যবসায়ী দামুড়হুদার মুক্তারপুর-নলডাঙ্গা মাঠ হয়ে মাদক পাচার করছে। এমন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অবস্থান নিলে মাদকব্যবসায়ীরা আমাদের উপস্থিতি টের পেয়ে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি বর্ষণ করলে তারা পিছু হটে। সেখান থেকে গুলিবিদ্ধ অবস্থায় আব্দুল বারেক নামের এক চিহ্নিত মাদকব্যবসায়ীকে আটক করা হয়, তার নামে ১৫টি মামলা রয়েছে। পরে চিকিৎসার জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় দামুড়হুদা থানা পুলিশের চার সদস্য আহত হয়েছে।’