সিরাজগঞ্জ প্রতিনিধি ঃ সিরাজগঞ্জের কামারখন্দে জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৭ উদযাপন উপলক্ষে গণমাধ্যম ব্যক্তিত্বের সাথে উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার আকন্দ মোহাম্মদ ফয়সাল উদ্দীনের সভাপতিত্বে গতকাল মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা মৎস্য অফিসের কাম কমিউনিটি সেন্টারে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এসময় উপজেলা মৎস্য কর্মকর্তা রনি চন্দ্র মন্ডল, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন, বিটিভির সিরাজগঞ্জ জেলা সংবাদ প্রতিনিধি গাজী শাহাদত হোসেন ফিরোজী, দৈনিক ইত্তেফাকের কামারখন্দ (সিরাজগঞ্জ) সংবাদদাতা রাকিবুল ইসলাম, দৈনিক দিনকালের কামারখন্দ-বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি রাজ, দৈনিক করতোয়ার কামারখন্দ (সিরাজগঞ্জ) প্রতিনিধি মশিউর রহমান প্রমুখ বক্তব্য রাখেন। সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, বাংলাদেশ মাছে ভাতে বাঙালী, বর্তমান সরকার বাংলাদেশকে ২০২১ সালের মধ্যে একটি মধ্যম আয়ের দেশে উন্নীত করার লক্ষ্যে মৎস্য সম্পদ উন্নয়ন সহ বিভিন্ন উন্নয়ন মূলক কাজ বাস্তবায়ন করে যাচ্ছেন। এ লক্ষ্য অর্জনে অপার সম্ভাবনাময় মৎস্যখাত গুরুত্বপূর্ণ অবদান রাখবে। এসময় অন্যন্যদের মধ্যে উপজেলার মৎস্য চাষীরা উপস্থিত ছিলেন।##