সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কামারখন্দে বৃক্ষ রোপন অভিযান অনুষ্ঠিত হয়েছে। ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি) এর আয়োজনে ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগিতায় রবিবার সকাল ১০টায় বৃক্ষ রোপন অভিযান অনুষ্ঠিত হয়। উপজেলার ৬টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে প্রতি বিদ্যালয়ে ৪শ’ টি করে মোট ২ হাজার ৬শ’ টি ফলজ ও বনজ বৃক্ষের চারা বিতরণ করা হয়। ফলজ বৃক্ষের মধ্যে রয়েছে আম, কাঁঠাল, জলপাই ও পেয়ারা অপরদিকে বনজ বৃক্ষের মধ্যে রয়েছে মেহগনি ও নীমের চারা। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা জাহিরুল ইসলাম সরকার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ছাইফুল ইসলাম, এনডিপি কর্মকর্তা হাশেম আলী, সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও অন্যান্য শিক্ষকবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।