সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কামারখন্দে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ৮ জন আহত হয়েছে। শনিবার দুপুরে উপজেলার পাইকোশা ও বাগবাড়ী দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে বাধে এসময় উভয় গ্রুপের ৮জন আহত হয়।
আহতরা হলেন, পাইকোশা গ্রামের নুর ইসলাম (৩০) ও মোহাম্মদ ওরফে নীরব অপরদিকে বাগবাড়ী গ্রামের ছাত্রলীগ নেতা সাজিদুল ইসলাম(২৫), হায়দার আলী খান(৪৫), মিল্টন (১৮), আমিনুল ইসলাম খান (৫০), সাখাওয়াত হোসেন (৬০) এবং মোস্তাক (৫৫)।
আহতদের স্থানীয় ক্লিনিক ও সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাসুদেব সিনহা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আমরা সঙ্গীয় ফোর্স সহ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে স্বক্ষম হয়েছি।
প্রতিবেদন লেখা পর্যন্ত এঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।