সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কামারখন্দে মেয়ে খুন হওয়ার দু’দিন পর ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে আতœহত্যা করলেন বাবা।
নিহত সাইদুর রহমান বাদল (৪০) সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের জগতগাতী গ্রামের মৃত ইউসুফ আলী সরকারের ছেলে।
বুধবার (৯ আগষ্ট) সকাল সাড়ে ১০টার দিকে কামারখন্দ উপজেলার রায়দৌলতপুর ইউনিয়নের জামতৈল রেলওয়ে স্টেশন এলাকার চত্রা ব্রীজের কাছে কর্ণসূতী নামক স্থানে
রাজশাহী থেকে ঢাকাগামী সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে তিনি মারা যান ।
স্থানীয়রা জানান, রাজশাহী থেকে ঢাকাগামী সিল্কসিটি ট্রেন ঘটনাস্থলে পৌঁছলে সাইদুর রহমান বাদল নামে ওই ব্যক্তি ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে আতœহত্যা করেন।
সিরাজগঞ্জ জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ ইকবাল জানান, ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। অপমৃত্যু মামলার প্রক্রিয়া চলছে।
সিরাজগঞ্জ সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) রফিকুল ইসলাম জানান, গত রোববার (৬ আগষ্ট) গভীর রাতে সাইদুর রহমান বাদলের মেয়ে কলেজ ছাত্রী সাথী খাতুনকে গলা কেটে হত্যা করে দূর্বত্তরা। সোমবার (৭আগষ্ট) সকালে তার বাড়ীর পাশের একটি বাঁশঝাড় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনার দু’দিন পরই কলেজছাত্রী সাথীর বাবা ট্রেনে কাটা পরে মারা গেলেন।