সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কামারখন্দে জুয়া খেলার অভিযোগে পাঁচ জুয়াড়ীকে আটক করেছে কামারখন্দ থানা পুলিশ। আটককৃতরা হলো, উপজেলার ভদ্রঘাট ইউপির চর দোগাছী গ্রামের মৃত মনসুর আলীর ছেলে রফিকুল ইসলাম (৩৫), ফজলের ছেলে ইসমাইল হোসেন, মৃত শুকুর আলীর ছেলে আ. মমিন (২৮), মৃত আবুলের ছেলে আ. হালিম (২৬) ও পুরান দোগাছী গ্রামের চান্দুইল্লাহ’র ছেলে নুরনবী (৪২)। কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়দা খান জানান, শনিবার রাতে কিছু লোক চর দোগাছী এলাকায় জুয়া খেলছে এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের আটক করে। এ ঘটনায় রবিবার সকালে তাদের বিরুদ্ধে মামলা দায়েরের পর রবিবার দুপুরে তাদের সিরাজগঞ্জ আদালতে প্রেরণ করা হয়।