সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কামারখন্দের ভদ্রঘাট ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১১ টা ও দুপুর আড়াই টায় পৃথক অধিবেশনে দিনব্যাপি ইউনিয়নের ঝাটিবেলাই সাদেক আলী বিদ্যালয় মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে সভাপতি পদে ৩ জন ও সাধারণ সম্পাদক পদে ৪ জন প্রতিদ্বন্দিতা করেন। এ ওয়ার্ডে মোট কাউন্সিলর ২শ ১১ জন সম্মেলনে প্রাপ্ত ভোট ১শ’ ৭৬। প্রার্থীদের মধ্যে সভাপতি পদে জামাল তালুকদার ছাতা প্রতীকে ৯৮ ভোট অপরদিকে সাধারণ সম্পাদক পদে আব্দুল মালেক মন্ডল মাছ প্রতীকে ৮০ ভোট পেয়ে বিজয়ী লাভ করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি আব্দুল মতিন চৌধুরী, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন শেখ, জেলা পরিষদ সদস্য ও যুগ্ন সাধারণ সম্পাদক কামরুল হাসান আমিনুল প্রমুখ।