নিউজ ডেস্ক:
গাইবান্ধার এমপি মনজুরুল ইসলাম লিটন হত্যার মূল পরিকল্পনাকারী একই আসনের প্রাক্তন এমপি ডা. আব্দুল কাদের খানের ১৬৪ ধারায় দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রত্যাহারের আবেদন নথিভুক্ত করেছেন আদালত।
বুধবার দুপুরে গাইবান্ধা অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মইনুল হাসান ইউসুফ এ আদেশ দেন।
এর আগে আব্দুল কাদের খানের আইনজীবী মোস্তাফিজুর রহমান আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রত্যাহারের জন্য আদালতে আবেদন করেন।
মোস্তাফিজুর রহমান জানান, এমপি লিটন হত্যা মামলায় কাদের খানকে গ্রেপ্তারের পর নির্যাতন করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে বাধ্য করেন। পুলিশের দেওয়া বক্তব্যই কাদের খান আদালতে জবানবন্দি দিয়েছেন।
যেহেতু স্বেচ্ছায় তিনি আদালতে জবানবন্দি দেননি এ কারণে জবানবন্দি প্রত্যাহারের জন্য আদালতে আবেদন করা হয়। কিন্তু বিচারক শুনানি শেষে আবেদন নথিভুক্ত করেন। জবানবন্দি প্রত্যাহারের জন্য উচ্চ আদালতে আবেদন করা হবে বলে জানান তিনি।