নিউজ ডেস্ক:
চীনের কাছে পাকিস্তান চিরঋণী। যেভাবে কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের পাশে তারা দাঁড়িয়েছে, তার জন্য নাকি ঋণ রয়ে যাচ্ছে ইসলামাবাদের। এমনটাই মন্তব্য করলেন পাক সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া। চীনকে পাকিস্তানের সবচেয়ে গুরুত্বপূর্ণ কূটনৈতিক সঙ্গি হিসেবেও বর্ণনা করেছেন তিনি। গত সোমবার পাকিস্তানের চীনা দূতাবাসের একটি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি বললেন, রোদ হোক বা বৃষ্টি। কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করবে চীন-পাকিস্তান।
বাজওয়া বলেন, দুই দেশ পরস্পরের উপর বিশ্বাস রাখে বলেই এমন সম্পর্ক তৈরি হয়েছে। আঞ্চলিক শান্তি স্থাপনে পাক সেনা ও চীনা সেনা একইসঙ্গে লড়াই করবে বলেও উল্লেখ করেছেন তিনি। দুই দেশের সহোদরের মত সম্পর্কে জন্য পাকিস্তানিরা গর্ব বোধ করে বলেও জানান তিনি। সেইসঙ্গে ২.৩ মিলিয়ন সৈন্যযুক্ত চীনা সেনাকে বিশ্বের বৃহত্তম সেনাবাহিনী বলে বর্ণনা করেন তিনি। দুই দেশই একই চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে বলে মনে করেন জেনারেল বাজওয়া।
এনএসজিতে ভারতের অন্তর্ভুক্তির পথে বারবার বাধা দিচ্ছে চীন। আর তার জন্যও পরোক্ষে চিনের প্রশংসা করেছেন পাক সেনাপ্রধান। শুধু এনএসজিই নয়, জয়েশ-ই-মহম্মদ প্রধান প্রধান মাসুদ আজহারকে আন্তর্জাতিক জঙ্গি ঘোষণার পথেও বাধা হয়ে দাঁড়াচ্ছে চীন। চীন তাদের নিঃশর্তে সমর্থন করে বলেও উল্লেখ করেছেন বাজওয়া।
খবর: কলকাতা টুয়েন্টিফোর।