বিপ্লব নাথ (চট্টগ্রাম) : অবশেষে না ফেরার দেশে চলেগেলেন কলেজ ছাত্রী জুলফা কাশফিয়া (২২) দুর্ঘটনার চারদিন পর চিকিৎসাধীন অবস্থান শনিবার (৯ সেপ্টেম্বর) ভোররাত তিনটার দিকে চট্টগ্রামে নগরীর একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্ট খুলে নেওয়া হয় তার।
কাশফিয়ার চাচা বিষয়টি নিশ্চিত করেছেন। বাদ জোহর হযরত মিসকিন শাহ (র:) মাজার মসজিদে জানাজা অনুষ্ঠিত হবে।
কাশফিয়া নগরীর চন্দনপুরার চট্টগ্রাম কলেজের পূর্বগেইট এলাকার দানার বাপের বাড়ির জাফর আহমেদের মেয়ে। সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজের স্নাতক চতুর্থ বর্ষের ছাত্রী ছিলেন তিনি।
গত মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) বিকেলে নগরীর কোতোয়ালী থানার দিদার মার্কেট এলাকায় বেপরোয়া সিটি বাসের ধাক্কা আহত হয় কাশফিয়া। তার দুই পা থেতলে যায় বাসের চাকায়। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের (চমেক) জরুরী বিভাগেনিয়ে যায়। সেখানে ২৮ নম্বরওয়ার্ডে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পাশ্বে একটি বেসরকারী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে লাইফ সাপোর্টে ছিলেন তিনি।
কলেজ ছাত্রী জুলফা কাশফিয়া আহতের ঘটনায় দায়ী বাসের চালক হৃদয় দে (১৮) ও সহযোগী বাহাদুর(২৩) কে স্থানীয় লোকজন আটক করে পুলিশকে সোপর্দ করেছে বলে জানিয়েছিলেন কোতোয়ালী থানার ডিউটি অফিসার এএসআই খালেদা।