চুয়াডাঙ্গার পৃথক পৃথক স্থানে সড়ক দুর্ঘটনায় পাঁচজন আহত
নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গায় পৃথক সড়ক দুর্ঘটনায় পাঁচজন আহত হয়েছেন। গতকাল সোমবার চুয়াডাঙ্গা পৌর এলাকাসহ পৃথক স্থানে এসব দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহত ব্যক্তিরা হলেন চুয়াডাঙ্গার বোয়ালমারি দক্ষিণপাড়ার হেলালের ছেলে সিহাব (১৭), সরিষাডাঙ্গা স্কুলপাড়ার আব্দুল লতিফের ছেলে আমির হামজা (১৭), জেহালা মুন্সিগঞ্জ গ্রামের নাসির উদ্দীনের মেয়ে নাসরিন (১৮), আলমডাঙ্গা উপজেলার জেহালা ইউনিয়নের নতিডাঙ্গা গ্রামের মৃত সিরাজুল ইসলামের স্ত্রী বুলবুলি (৫০) ও চুয়াডাঙ্গার আলুকদিয়া ইউনিয়নের আকন্দবাড়িয়ার মাওলা বক্সের ছেলে আব্দুস সালাম (৪০)। আহত ব্যক্তিদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। আহত ব্যক্তিদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করা হয়েছে।
জানা যায়, গতকাল সোমবার সকালে মোটরসাইকেলযোগে সিহাব ও আমির হামজা দুই বন্ধু আলমডাঙ্গা ডিগ্রি কলেজের প্রথম ক্লাস করতে যাচ্ছিল। পথের মধ্যে জেহালা রেলগেট মোড়ে পেঁৗঁছালে নাসরিন নামের এক পথচারীর সঙ্গে ধাক্কা লাগায় তিনজনই গুরুতর আহত হয়। স্থানীয় ব্যক্তিরা তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসেন। নাসরিনের মাথায় গুরুতর আঘাত লাগাই কর্তব্যরত চিকিৎসক তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় আমির হামজার অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকেও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
এদিকে জেহালা মুন্সিগঞ্জ মোড়ে আলমসাধুযোগে মুন্সিগঞ্জে যাওয়ার সময় মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষে বুলবুলি বেগম আহত হন। এ সময় স্থানীয় ব্যক্তিরা তাঁকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি রাখেন।
অপর দিকে মোটরসাইকেলযোগে চুয়াডাঙ্গা শহরের উদ্দেশে আসার সময় চুয়াডাঙ্গা দৌলাতদিয়াড় পেট্রল পাম্পের সামনে আলমসাধুর সঙ্গে মুখোমুখি সংঘর্ষে আব্দুস সালাম নামের এক ব্যক্তি গুরুতর জখম হন। তাঁর ডান পা ভেঙে গিয়েছে। চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিসের সদস্যরা তাঁকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতলে নিয়ে আসেন। আব্দুস সালামের জখম গুরুতর হওয়ায় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।