নিউজ ডেস্ক:
প্লাস্টিকের বোতল দিয়ে বাড়ি কিংবা বৈদ্যুতিক ফ্যান তৈরির কথা সবারই কম বেশি জানা। পাশাপাশি সাম্প্রতিককালে এরকম আরও অনেক ঘটনার সাক্ষি মানুষ। এবার জানা গেল কলার খোসা দিয়ে জিনসের প্যান্ট তৈরির কথা।
এবিপি আনন্দের খবর, ভারতের চেন্নাইয়ের একটি গ্রাম আনাকাপুথুর। আর এই গ্রামের তাঁতির কলার খোসা দিয়ে জিনসের প্যান্ট তৈরি করেছেন। সুতা আর কলার খোসা দিয়ে তৈরি এই জিনস গরমে বেশি ঘাম টেনে শুষে নিচ্ছে। জিনসের বোতাম কী দিয়ে তৈরি হচ্ছে জানেন? না প্লাস্টিক বা ধাতব বোতাম নয়, তা তৈরি হয়েছে নারকোলের মালা দিয়ে। এর কারণ, তাঁতিরা চাইছেন, সম্পূর্ণভাবে পরিবেশবান্ধব জিনস বানাতে।