নিউজ ডেস্ক:
ল্যাটিন আমরিকা ও ক্যারিবীয় দেশগুলোতে রোববার করোনা সংক্রমণ বেড়েছে এবং তা পুরো উত্তর আমেরিকাকেও ছাড়িয়ে গেছে। এএফপি’র হিসেবে থেকে এ কথা জানা যায়।
বিশ্বে করোনা সংক্রমণের সংখ্যা ১ কোটি ৬০ লাখ ছাড়িয়ে গেছে। এর মধ্যে সবচেয়ে বেশি সংক্রমণ ঘটেছে ল্যাটিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলে। এখানে মোট সংক্রমিত লোকের সংখ্যা ৪৩ লাখ ৪০ হাজারেরও বেশি।
সরকারি সূত্রের উল্লেখ করে গ্রিনিচ মান সময় ২১০০ টায় এএফপি এ তথ্য জানিয়েছে।
এ প্রথমবারের মতো এ সংখ্যা উত্তর আমেরিকার সংখ্যাকে ছাড়িয়ে গেলো। তবে যুক্তরাষ্ট্রে করোনা সংক্রমণ ও মৃত্যু দুটোই এখনও সবচেয়ে বেশি রয়ে গেছে। দেশটিতে গত ২৪ ঘন্টায় নতুন করে আরো ৫৫ হাজার ১৮৭ জন আক্রান্ত হয়েছে। এ নিয়ে আমেরিকায় মোট আক্রান্ত হয়েছে প্রায় ৪২ লাখ ৩০ হাজার লোক। কানাডায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ১৫ হাজার ৭৮৭ জন।
যুক্তরাষ্ট্রে রোববার মারা গেছে আরো ৫১৮ জন। এ নিয়ে এখানে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৪৬ হাজার ৯০৯ জন।
ল্যাটিন আমেরিকার ব্রাজিলে সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যুর ঘটনা ঘটেছে। দেশটিতে রোববার সংক্রমিত লোকের সংখ্যা ২৪ লাখ ২০ হাজার হয়েছে এবং মারা গেছে ৮৭ হাজার ৪ জন।
এছাড়া মেক্সিকো, পেরু, কলম্বিয়া ও আজের্ন্টিনাতেও সংক্রমণ বেড়েছে।