রোকনুজ্জামান রোকন :বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাস থেকে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণে দামুড়হুদা গোপালপুরে সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে বিনামূল্যে মাক্স ও সাবান বিতরণ করেছে (জিপিএস)গ্রুপ নামে গোপালপুরের একটি গ্রুপের সদস্যরা। গতকাল শুক্রবার একযোগে মসজিদ পাড়া থেকে শুরু করে গ্রামের প্রতিটি মহল্লায় এসব মাক্স ও সাবান বিনামূল্যে বিতরণ করা হয়। এবং তাদেরকে সচেতন হতে বলা হয়, জরুরী কাজ ছাড়া ঘর থেকে বের না হয়ে ঘরে অবস্থান করার জন্য অনুরোধের সাথে বোঝানো হয়। গ্রুপের এডমিন দৈনিক সময়ের সমীকরণ এর নিজস্ব প্রতিবেদক (দামুড়হুদা অঞ্চল) রোকনুজ্জামান রোকন ও গ্রুপের অন্যতম এডমিন আহমেদ মাফুজ বলেন, আমাদের এই গ্রুপের মাধ্যমে আমরা বিভিন্ন সময় আমাদের গ্রামের সুবিধাবঞ্চিত মানুষদের পাশে দাঁড়ানোর চেষ্টাকরি। এই কার্যক্রমটি তারই অংশ হিসেবে। বর্তমান পরিস্থিতিতে গ্রামের বহু পরিবার আছে যারা দুশো টাকার দিনমজুরি করে তারপরে দু’মুঠো খাবার পরিবারের সদস্যদের মুখে তুলে দেয়। এই খাবার জোগাড় করতেই তাদের হিমশিম খেতে হচ্ছে। তাই তাদের দ্বারা পরিবারের অন্য সদস্যদের জন্য মাক্স ও সাবান কিনা কষ্টকর। তাদের জন্যই আমাদের এই উদ্যোগ। আমাদের গ্রুপের বাকি সকল সদস্যরা এগিয়ে আসলে আমাদের পরবর্তী কার্যক্রম হিসেবে গ্রামের সুবিধাবঞ্চিতদের পরিবারের মাঝে খাদ্য বিতরণ করা হবে। অ্যাডমিন রোকনুজ্জামান আরও বলেন এসব কাজ গ্রুপের সদস্যদের নিজ অর্থায়নেই করা হয়েছে।
চুয়াডাঙ্গার দামুড়হুদায় করোনা প্রতিরোধে বিনামূল্যে মাক্স ও সাবান বিতরণ।
মাক্স ও সাবান বিতরণের সময় উপস্থিত ছিলেন এডমিন গ্রুপের সদস্য মাহফুজ পলাশ মামুন নাছিম নাঈম রাব্বি মুক্তা দিপু।