নিউজ ডেস্ক:চুয়াডাঙ্গায় করোনা পরীক্ষার নতুন কোনো ফলাফল আসেনি। গতকাল বুধবার করোনা আক্রান্ত সন্দেহে ৩৫টি নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। এখন পর্যন্ত জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৯৮ জন। এর আগে মঙ্গলবার জেলা সিভিল সার্জন অফিস ৩৫টি ফলাফল প্রকাশ করে। এর মধ্যে চুয়াডাঙ্গা সদর উপজেলায় ১ জন, দামুড়হুদা উপজেলায় ১ জন জনসহ ২ জনের রিপোর্র্ট পজেটিভ এবং অন্য ৩৩টি নেগেটিভ রিপোর্ট আসে।
গতকাল চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগ সদর উপজেলা থেকে ১৬টি, দামুড়হুদা উপজেলা থেকে ৫টি, জীবননগর উপজেলা থেকে ১৪টি নমুনাসহ মোট ৩৫টি নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। এখন পর্যন্ত জেলায় করোনা শনাক্তের মধ্যে চুয়াডাঙ্গা সদর উপজেলায় ৪২ জন, আলমডাঙ্গা উপজেলায় ২৯ জন, জীবননগর উপজেলায় ৬ জন, দামুড়হুদা উপজেলায় ২১ জনসহ জেলায় মোট আক্রান্ত ৯৮ জন হয়েছে।
চুয়াডাঙ্গা সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, জেলা থেকে এ পর্যন্ত মোট নমুনা সংগ্রহ ১১৯১টি, প্রাপ্ত রিপোর্ট ১০২৮টি, পজেটিভ ৯৮টি, নেগেটিভ ৯৩০টি, সুস্থ ৩৩ ও মৃত্যু ১। বুধবার পাঠানো ৩৫টি নমুনাসহ ফলাফল পেতে বাকি আছে ১৬৩টি। করোনা শনাক্তদের মধ্যে প্রাতিষ্ঠানিক আইসোলেসনে আছেন ৩ জন ও হোম আইসোলেসনে আছেন ৫৯ জন চিকিৎসাধীন রয়েছে।