নিউজ ডেস্ক:ঝিনাইদহের মহেশপুর উপজেলার ডাকাতিয়া গ্রামের একটি কবরস্থান থেকে রিতু খাতুন (১৮) নামে এক গৃহবধূর গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি একই গ্রামের আব্দুস সবুরের মেয়ে ও পার্শ্ববর্তী পদ্মরাজপুর গ্রামের সাগরের স্ত্রী। গতকাল বুধবার সকালে তাঁর গলিত লাশ উদ্ধার করা হয়।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল আলম জানান, গত বৃহস্পতিবার থেকে ওই গৃহবধূ নিখোঁজ ছিলেন। তাঁকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। বুধবার সকালে ডাকাতিয়া গ্রামের একটি গোরস্থানে রিতু খাতুনের পচা গলা লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ সকাল সাড়ে ১০টার দিকে লাশ উদ্ধার করে। ওসি আরও জানান, বেশ কয়েকদিন আগেই তাঁকে হত্যা করা হতে পারে। লাশ পচে গলে গেছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত রমজান মাসে রিতু ও সাগর প্রেমের সূত্র ধরে বিয়ে করেন। বিয়ের পর সাগরের পরিবার রিতু খাতুনকে মেনে নিতে পারেননি। গ্রাম্য শালিসে বিচারের পর রিতু সাগরের স্ত্রী হিসেবে শ্বশুরবাড়িতে ওঠেন। এরপর তিনি তিনবার তাঁর বাবার বাড়ি এসেছেন। গত ৩১ অক্টোবর (বৃহস্পতিবার) পদ্মরাজপুর গ্রামের শ্বশুরবাড়ি থেকে রিতু পিতার বাড়ি ডাকাতিয়া গ্রামে আসেন। ওই দিন থেকেই তিনি নিখোঁজ হন। পুলিশ বলছে তাঁকে হত্যা করা হয়েছে। হত্যার মোটিভ উদ্ধারে চেষ্টা চলছে।