নিউজ ডেস্ক:
স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী, গীতিকার সুব্রত সেনগুপ্ত আর নেই। মঙ্গলবার সকালে রাজধানীর গ্রিন লাইফ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। পোস্তগলা মহাশ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হবে।
সুব্রত সেনগুপ্ত স্বদেশি আন্দোলনের নেতা সুধীর সেনগুপ্তের ছেলে। প্রীতিলতা ওয়াদ্দেদার তার মায়ের আপন বোন। মুক্তিযুদ্ধের সময় তিনি ছিলেন সেগুনবাগিচায় ওস্তাদ বারীণ মজুমদারের সংগীত মহাবিদ্যালয়ের ছাত্র। যুদ্ধ শুরু হলে কসবা হয়ে আগরতলা চলে যান তিনি। সেখান থেকে যান কলকাতায়, যোগ দেন বালীগঞ্জ সার্কুলার রোডে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে।
প্রোস্টেট ক্যান্সারে ভুগছিলেন সুব্রত সেনগুপ্ত। তার স্ত্রী জলি সেনগুপ্ত বলেন, ২০১৩ সালে হৃদরোগে আক্রান্ত হওয়ার পর থেকে তার স্বামী শয্যাশায়ী ছিলেন। বিভিন্ন সময়ে হাসপাতালে ভর্তি করা হলেও টাকার অভাবে ঠিকমত চিকিৎসা করাতে পারেননি তারা।