রিপোর্ট : ইমাম বিমান: কক্সবাজারে সন্ত্রাসী বাহিনী কতৃক দুই সাংবাদিকের উপর বর্বর হামলার প্রতিবাদ জানিয়েছে সাংবাদিক বান্ধব সংগঠন “বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম” (বিএমএসএফ)। ১৮মে শুক্রবার সন্ধায় সাংবাদিকের উপর হামলার ঘটনায় বিএমএসএফ কেন্দ্রীয় কমিটির সভাপতি শহীদুল ইসলাম পাইলট ও সাধারন সম্পাদক আহমেদ আবু জাফর কমিটির পক্ষ থেকে রাত ১০টায় এক বিবৃতিতে জানান, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের সময় তাদের উপর হামলা চালিয়ে আহতের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবী জানান। এ সময় নেতৃবৃন্দ আরো বলেন, হামলাকারিরা দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে সাংবাদিকদের উপর হামলা চালায়। এতে ওই দু’সাংবাদিকের বুকে, হাতে ও মাথায় প্রচন্ড আঘাত করা হয়েছে। নেতৃবৃন্দ প্রতিনিয়ত সাংবাদিক নির্যাতন বন্ধে অবিলম্বে সরকারকে যুগোপযোগি আইন প্রণয়নের দাবী করেন।
বিবৃতিতে সাংবাদিক বান্ধব সংগঠন বিএমএসএফ’র সাধারন সম্পাদক আহমেদ আবু জাফর আরো বলেন, দেশের চলমান সাংবাদিকদের নির্যাতন করে, হামলা করে, মিথ্যা মামলা মিথ্যা দিয়ে যেভাবে সাংবাদিক তথা গনমাধ্যমকে দাবিয়ে রাখার অপচেষ্টা চলছে তা আর হতে দেয়া যায় না। তাই আসুন দেশের সকল সাংবাদিক, সাংবাদিক সংগঠন ঐক্যবদ্ধ হয়ে সাংবাদিক বান্ধব সংগঠন বিএমএসএফ’র সাথে নির্যাতন প্রতিরোধ গড়ে তুলি। সবাইকে একটি কথা বলতে চাই আমাদের সকলকে মনে রাখতে হবে, সাংবাদিক নির্যাতন প্রতিরোধে যুগোপযোগি আইন বাস্তবায়নের জন্য চাই ঐক্যবদ্ধ কঠোর আন্দোলন। গত কয়েকদিন ধরে ঢাকায় পত্রিকা সম্পাদক সহ ৮ জন সাংবাদিকের বিরুদ্ধে তথ্য আইনে মিথ্যা মামলা দায়ের, বরিশালে এক পত্রিকার সম্পাদক ও প্রকাশক রফিকুল ইসলামের উপর অর্তকীত হামলা এবং সবশেষে ১৮মে শুক্রবার সন্ধায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসী সেলিম ও তার সহযোগীদের হামলায় জাতীয় “দৈনিক যুগান্তর” পত্রিকার কক্সবাজার জেলা প্রতিনিধি সায়ীদ আলমগীর ও “দৈনিক ইনানী” পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক শফিউল্লাহ শফির আহত হন। তাদের দুজনকেই কক্সবাজার হাসপাতালে ভর্তি করা হয়েছে।