আলমডাঙ্গার কলাকেন্দ্র পরিদর্শনকালে এমপি সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন
নিউজ ডেস্ক:আলমডাঙ্গার কলাকেন্দ্র পরিদর্শন করেছেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। গতকাল শনিবার সকাল ১০টার দিকে আলমডাঙ্গা উপজেলা পরিষদ প্রাঙ্গণে অবস্থিত কলাকেন্দ্র পরিদর্শনে এলে প্রতিষ্ঠানের কর্মকর্তা ও শিল্পীরা তাঁকে ফুল দিয়ে বরণ করেন।
এ সময় এমপি ছেলুন জোয়ার্দ্দার বলেন, ‘আমাদের সমাজ থেকে সাংস্কৃতিক বৈচিত্র হারিয়ে যাচ্ছে। ঝিমিয়ে পড়া এ সাংস্কৃতিকে জাগিয়ে তুলতে চায় বর্তমান সরকার। এর মাধ্যমে তরুণ ছেলে-মেয়েদের সমাজে বিপথগামী হওয়ার হাত থেকে রক্ষা করে ভবিষ্যত প্রজন্মকে একটি নিরাপদ দেশ উপহার দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে। এ লক্ষ্যে দেশব্যাপী সাংস্কৃতিক কার্যক্রম প্রসারে সুযোগ-সুবিধা বাড়ছে। তিনি বলেন, আলমডাঙ্গা কলাকেন্দ্রের কলাকুশলী ও শিল্পীদের প্রচেষ্টায় কলাকেন্দ্রের শিল্পীরা দেশের খ্যাতনামা শিল্পীদের তালিকায় নাম লিখিয়েছে। বর্তমান সরকারের নিকট থেকে আলমডাঙ্গার শিল্পীরা অনেক পুরস্কার পেয়েছে। এভাবে আরও এগিয়ে নিতে হবে চুয়াডাঙ্গা জেলার সাংস্কৃতিক ঐতিহ্যকে। তিনি আরও বলেন, আলমডাঙ্গার সাংস্কৃতিকে টিকিয়ে রাখার জন্য কলাকেন্দ্রের একটি ভবন দ্রুত নির্মাণ করা হবে। এখান থেকে তরুণ-তরুণীরা সংস্কৃতিচর্চা করে জেলার নাম আরও উজ্জ্বল করবে।
এর আগে কলাকেন্দ্রের শিল্পীদের পরিবেশনায় নৃত্য, আবৃত্তি ও গান শোনেন এমপি ছেলুন জোয়ার্দ্দার। আলমডাঙ্গা কলাকেন্দ্রের প্রতিষ্ঠাতা সভাপতি ইকবাল হোসেনের সভাপতিত্বের এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাসুদুজ্জামান লিটু বিশ^াস, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুন আহম্মদ ডন, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন, পৌর আওয়ামী লীগের সম্পাদক সিরাজুল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান মুন্সী, আলমডাঙ্গা সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি আশরাফুল ইসলাম, পৌর ছাত্রলীগের সভাপতি নয়ন সরকার, পিণ্টু, সুরুজ, টগর, শাকিব প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন কলাকেন্দ্রের সম্পাদিকা রেবা রাণী সাহা।